বিরোধী দলীয় চিফ হুইফ তাজুল ইসলাম আর নেই

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইফ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩।

সোমবার (১৩ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাজুল ইসলাম কিডনি এবং হার্টের সমস্যায় ভুগছিলেন।

তাজুল ইসলাম কুড়িগ্রাম-২ আসন থেকে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এরশাদ।

আজকের বাজার/এমএইচ