প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অধিকতর উন্নয়নে ‘ভূমিকা’ রাখতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সরকারে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দল।
বৃহস্পতিবার, ৩ জানুয়ারী সংসদে সংসদীয় দলের বৈঠক শেষে এ ঘোষণা দেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, ‘আমাদের সব সংসদ সদস্য সরকার গঠনে মহাজোটের সাথে যোগ দিতে চেয়েছিলেন, এবং আমরা সেইভাবেই আমাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছিলাম।’
জিএম কাদের বলেন, ‘বিএনপির নির্বাচনের ফলাফল এত খারাপ হবে বলে আমরা মনে করিনি। এখন আমরা সবাই মহাজোটের সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছি। মহাজোটের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশ গড়া এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে অবদান রাখতে চাই।’
এ বিষয়ে আলোচনা করতে জাতীয় পার্টির প্রতিনিধিদল দ্রুতই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন বলে জানান তিনি।
তারা সরকারে যোগ দিলে বিরোধী দল কারা হবে, এমন প্রশ্নের জবাবে কো-চেয়ারম্যান বলেন, এটা তাদের উদ্বেগের বিষয় নয়। ‘জনগণ যেভাবে ভোট দিয়েছে তাতে কোনো দলকে বিরোধী দল বানানোর মতো পরিস্থিতি নেই।’
তিনি জানান, মহাজোটের বিজয় নিশ্চিত করতে এবং একসাথে সরকার গঠনে তাদের নেতা-কর্মীরা আওয়ামী লীগের সাথে একতাবদ্ধভাবে কাজ করেছেন। ‘সুতরাং আমরা যদি বিরোধী দলের ভূমিকা পালন করি তাহলে জনগণ তা মেনে নেবে না। এটি একটি বাস্তব সমস্যা।’
তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ