সংসদে বিরোধী দল হলে আবার সরকারের অংশ হিসেবে থাকা খুবই লজ্জার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, আমরা সরকারেও আছি, বিরোধী দলেও আছি। এটি নিয়ে আমাদের নিজেদেরই লজ্জা পেতে হয়। মানুষকে এ বিষয়ে কিছু বলাও যায় না।
বৃহস্পতিবার ০৩ আগস্ট দুপুরে বনানীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরশাদ।
এরশাদ বলেন, প্রধানমন্ত্রী অনুমতি দিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে জাতীয় পাটি। তিনি না বলা পর্যন্ত পদত্যাগ করতে পারি না। কারণ তিনি আমাকে তার বিশেষ দূত বানিয়ে সম্মান দিয়েছেন। আমি তাকে পদত্যাগের বিষয়ে বলেছি। আগেই পদত্যাগ করে তাকে অসম্মান করতে চাই না।
আজকের বাজার: আরআর/ ০৩ আগস্ট ২০১৭