বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোনেম খানের ইন্তেকাল

বিশিষ্ট শিল্পপতি এবং আবদুল মোমেন গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল মোনেম আজ নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল (ইন্না লিল্লাহি ……রাজিউন) করেছেন।
তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সুত্র জানায়, তিনি আজ সকাল ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি স্ত্রী, দুই পুত্র, তিনকন্যাসহ বিপুল সংখ্যক আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তিনি ছিলেন আব্দুল মোনেম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
মোনেম পেশায় একজন প্রকৌশলী ছিলেন। তিনি কয়েকবার বাংলাদেশ সরকার কতৃক মনোনীত ‘কমার্শিয়াল ইর্ম্পোটেন্ট পার্সন (সিআইপি) হন।