বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় ঘিরে কেউ বিশৃঙ্খলা বা ধংসাত্মক কার্যকলাপের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। এ বিষয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আগের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তুলনা করা যাবে না। কারণ তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ। পেশাদার এবং জনগণের বন্ধু। সুতরাং জনগণের ক্ষতি হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ই ফেব্রুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। এই মামলার প্রধান আসামী খালেদা জিয়া। এছাড়া তারেক রহমানও এই মামলার আসামি। খালেদা জিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ।
১০ বছর ধরে বিচারকাজ চলা দেশের আলোচিত মামলায় দু’পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন ঠিক করা হয়। রাজধানীর পুরান ঢাকার বকশি বাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই আদেশ দেন। এসময় খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন।