‘বিশৃঙ্খল’ পরিস্থিতির কারণে সাময়িক বন্ধ থাকার পর আবারও প্রবাসীদের কাছে টিকিট বিক্রি ও টোকেন দেয়া শুরু করেছে ঢাকার সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
সকালে ভিড় নিয়ন্ত্রণে কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে কিছু প্রবাসীর ওপর লাঠিচার্জ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে বেশ কয়েকজন বাংলাদেশি সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে আসে। অফিসের গেট খোলার সাথে সাথে সকাল সাড়ে ৯টার দিকে বিপুল সংখ্যক প্রবাসী ভিড় শুরু করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, টিকিট বিক্রয় এবং টোকেন বিতরণ কিছু সময়ের জন্য স্থগিত ছিল। পরে বিকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবার টিকিট বিক্রি শুরু করে।