বহুল আলোচিত পাকিস্তান সফর শেষে নিরাপদে বাংলাদেশে পৌঁছাল টাইগাররা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় মাহমুদউল্লাহ রিয়াদবাহিনী।
গত ২২ জানুয়ারি রাত ৮টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট ‘চার্টার্ড ফ্লাইটে’ লাহোর গিয়েছিল বাংলাদেশ দল। আজ একই বাহনে দেশে ফিরেছেন তারা।
তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ। প্রথম ধাপে শেষ হয়েছে টি-টুয়েন্টি সিরিজ। এরপর দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর করবে টাইগাররা। যেখানে একটি টেস্ট খেলে আবারও দেশে ফিরবে বাংলাদেশ। সিরিজের বাকি থাকা এক টেস্টের আগে একটি ওয়ানডে খেলবে পাকিস্তান সুপার লিগ শেষে, এপ্রিলে। এই তিন দফার মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের পাকিস্তান সফর।
উল্লেখ্য, প্রথম দফায় পাকিস্তান সফর মোটেও ভালো কাটেনি বাংলাদেশ দলের। তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে সফরকারীদের। সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে।
আজকের বাজার/আরিফ