নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড । এজন্য শেয়ারহোল্ডারদের সম্মতির প্রয়োজন হবে। তাই বিশেষ সাধারণ সভা বা ইজিএম আহবান করেছে প্রতিষ্ঠানটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইজিএম। ইজিএমের সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ডিসেম্বর।
আরও জানা যায়, প্রতিষ্ঠানটি এবার জুতার ব্যবসায় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। চামড়া, কৃত্রিম চামড়া, রেক্সিন, সিনথেটিক, কাপড় প্লাস্টিক ইত্যাদি উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের জুতা , বেল্ট, ব্যাগসহ অন্যান্য সামগ্রীও তৈরি করবে প্রতিষ্ঠানটি । জুতার মধ্যে থাকবে পুরুষ,মহিলা ও বাচ্চাদের স্যান্ডেল, স্যু, বুটস, স্পোর্টস স্যু, ফরমাল স্যু, ট্রেইনার ইত্যাদি। এছাড়াও উৎপাদিত এসব পন্যের বাজারজাতকরণ, রপ্তানি ও ডিলার হিসেবে কার্যক্রম পরিচালনারও সুযোগ রাখা হবে।
আজকের বাজার/মিথিলা