অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রীসভার নিয়মিত সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে কাদের বলেন,‘আজকে ক্যাবিনেট সভায় সিদ্ধান্ত হয়েছে এ বিজয়কে সেলিব্রেট করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে তাদেরকে গণসংবর্ধনা দেয়া হবে।’ প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে রবিবার চারবারের চ্যাম্পিয়ন ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। রাকিবুল, শরিফুল ও অভিষেকদের দারুণ বোলিংয়ের পর অধিনায়ক আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ের কল্যাণে বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এর আগে, দক্ষিণ আফ্রিকায় পচেফস্ট্রুমে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের আগুনে বোলিংয়ের সামনে মাত্র ১৭৬ রানেই গুঁটিয়ে যায় চারবারের চ্যাম্পিয়ন ভারত। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান