অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ২১ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এই আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। ২২ দিন আগেই ব্রিসবেনের উদ্দেশ্যে রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার ফ্লাইটে দেশ ছেড়েছে সালমা খাতুনের নেতৃত্বাধীন দল।
২৪ ফেব্রুয়ারি পার্থের ওয়াকা গ্রাউন্ডে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরার মাঠে অস্ট্রেলিয়াকে মোকাবিলার পর ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড এবং ২ মার্চ একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সালমাবাহিনী।
বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপের সেরা দুই দল খেলবে সেমি-ফাইনালে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড :
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আকতার, ফাহিমা খাতুন, মোছা: রিতু মনি ও সোবহানা মুস্তারি।
স্ট্যান্ডবাই : শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মণ্ডল, পূজা চক্রবর্তী ও রাবেয়া।
আজকের বাজার/আরিফ