রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে ১৫ দিন ধরে জেলে আটক রয়েছেন তারেক হোসাইন (২০) নামে এক বাংলাদেশি যুবক।
তারেক মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বুড়ারগুল গ্রামের মো. সিরাজ উদ্দীনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফুটবলপ্রেমী তারেক বিশ্বকাপ আসরের খেলা দেখতে গেলো ২৮ জুন মস্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। মস্কোয় পৌঁছে তিনি পরিবারের সঙ্গে ফোনে কথা বলে জানান তার চাচা ইংল্যান্ডপ্রবাসী নাসির উদ্দিনের পূর্বপরিচিত মুন্নার সঙ্গে তিনি আছেন। পরে গেলো ৪ জুলাই বুধবার সন্ধ্যায় মুন্না ফোনে জানান, রাশিয়ান পুলিশ তারেকসহ মোট ৯ জনকে আটক করেছে।