বিশ্বকাপের গান গাইবেন হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। ১৯৬২ বিশ্বকাপ থেকে চলে আসছে অফিসিয়াল গান। প্রতি আসরেই একটি করে জনপ্রিয় গান বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দেয়।
লাতিন শিল্পী নিকি জ্যামের সঙ্গে বন্ধুত্ব স্মিথের। এই দু’জন মিলে বুদাপেস্টের একটি স্টুডিওতে গানটি তৈরি করেছেন। এতে আরও কণ্ঠ দেবেন আলবেনিয়ান শিল্পী ইরা ইস্ত্রেফি। গানটি সমন্বয়ে সাহায্য করছেন গ্র্যামি পুরস্কারজয়ী প্রযোজক ডিপলো।
২০১০ বিশ্বকাপে গাওয়া শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। ১৯৯৮ বিশ্বকাপে রিকি মার্টিনের ‘দ্য কাপ অব লাইফ’ শ্রোতাপ্রিয় হয়েছিল। এবার স্মিথের গাওয়া গানও বিশ্বকাপের আনন্দ আরও বেড়ে যাবে।
এর আগেও সুপারহিট গান উপহার দেয়ার রেকর্ড আছে স্মিথের। মিয়ামি, নড ইয়োর হেড, সামারটাইম, গেটিং জিগি উইথ ইট, মেন ইনি ব্ল্যাক, সুইচ- এগুলো তার গাওয়া জনপ্রিয় গানগুলোর কয়েকটি। ওয়েবসাইট।
আজকের বাজার/আরআইএস