বিশ্বকাপের জন্য পর্তুগালের ৩৫ সদস্যের দল ঘোষণা

আসন্ন বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে পর্তুগাল।

গত বছর ফিফা কনফেডারেশন্স কাপ খেলা পর্তুগাল স্কোয়াডের মধ্যে ১৯জন রয়েছেন ৩৫ সদস্যের এই দলে।

পর্তুগালের ৩৫ সদস্যের প্রাথমিক দল

গোলরক্ষক : অ্যান্তোনি লোপেজ, বেতো, রুই প্যাট্রিসিয়া।

ডিফেন্ডার : অ্যান্তুনেস, ব্রুনে আলভেজ, কেডরিক, হোয়াও ক্যান্সেলো, হোসে ফন্তে, লুইস নেতো, মারিও রুই, নেলসন সেমেদো, পেপে, রাফায়েল গুয়েরিয়েরো, রিকার্ডো, রোলানদো, রুবেন ডিয়াজ।

মিডফিল্ডার : অ্যাদ্রিয়েন সিলভা, আন্দ্রে গোমেজ, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও মারিও, জোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, রনি লোপেজ, রুবেন নেভেস, সার্জিও অলিভিয়েরা, উইলিয়াম।

ফরোয়ার্ড : আন্দ্রে সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, এডার, জেলসন মার্টিন্স, গনক্যালো গুয়েদেস, ন্যানি, পওলিনহো, রিকার্ডো কারেসমা।

আরজেড/