সকল হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে অবশেষে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা।
অন্য দলের জয়-পরাজয়ের দিকে তাকিয়ে হিসাব মেলাতে হয় নি আর্জেন্টাইন ফুটবল টিমকে।
বিশ্বব্যাপী আর্জেন্টিনার কোটি কোটি সমর্থককে রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান ঘটালেন লিওনেল মেসি।
রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর কোটি কোটি সমর্থকদের স্বস্তি এনে দিয়েছে ফুটবল যাদুকরের হ্যাটট্রিক।
ঠিক সময় মতোই ঝলসে উঠেছেন দেশের হয়ে সাম্প্রতিক ম্লান পরফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনার মুখে থাকা মেসি।
অনেকটা বাঁচা-মরার এ লড়াইয়ে নিজের হ্যাটট্রিকে ৩-১ গোলের ব্যবধানে ইকুয়েডরকে হারিয়ে দেখিয়েছেন ‘মেসি ম্যাজিক’।
বিশ্বকাপের বাছাই পর্বে বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিয়ে শংকায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা।
আজকের বাজার : এমএম / ১১ অক্টোবর ২০১৭