ইংল্যান্ড-ওয়েলসে অনুষ্ঠিত অডিআই ক্রিকেট বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ স্কোয়াড ঘোষণা করেন।
বিশ্বকাপ স্কোয়াডে যারা থাকলেন- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ- অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মাদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাইফ উদ্দিন, আবু জায়েদ চৌধুরী, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত।
এছাড়াও ইয়াসির আলী চৌধুরী ও নাঈম হাসানকে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরের জন্য নেয়া হয়েছে।