বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ইনজুরির কারণে ইতালির বিপক্ষে খেলতে পারেননি দলের সেরা তারকা লিওনেল মেসি।
আগামী মঙ্গলবার স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে নিজেদের বিপক্ষে মেসিকে আশা করেন স্পেনের ফরোয়ার্ড লুকাস ভাসকেস। আর্জেন্টিনার সেরা খেলোয়াড় মেসির বিপেক্ষে খেলতেই তৈরি স্পেন।
এই বিষয়ে মেসির বার্সেলোনা সতীর্থ ভাসকেস বলেন,‘আর্জেন্টিনায় অনেক ভালো খেলোয়াড় আছে। তাই মনে হয়, মঙ্গলবার শেষ মুহূর্ত পর্যন্ত মেসির খেলার বিষয়ে অনিশ্চয়তা থাকতে পারে। কিন্তু আমরা সব সময় সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে চাই। তাই, মেসি খেললে আমাদের জন্য আরো ভালো হবে।’
আজকের বাজার/আরজেড