বিশ্বকাপ শুরুর ৪ দিন আগে রাশিয়ায় পৌঁছালো লিওনেল মেসির আর্জেন্টিনা ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
লিওনেল মেসির অধিনায়কত্বে পুরো আর্জেন্টিনা দল রোলিং স্টোনস প্লেনে করে পৌছায় রাশিয়ার মস্কোতে। কোচ হোর্হে সাম্পাওলি ছাড়াও অন্যান্য কোচিং স্টাফরা এসময় দলের সাথে ছিলেন। মস্কোতে পৌঁছানোর পর টিম বাসে করে মস্কোর ট্রেনিং সেন্টার ব্রোনিতসিতে পৌছায় আলবিসেলেস্তেরা।
তাদের অনুশীলন ক্যাম্প হবে মস্কো থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ক্রাতোভো গ্রামে। ১৫ জুন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের মিশন শুরু হবে সেলেকাওদের।
শনিবার ডি গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে আর্জেন্টিনা। এদিকে, রাশিয়ায় পৌঁছেছে ২০১৬-র ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালও। ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে পুরো সেলেকাও দল রাশিয়ায় পৌঁছে টিম বাসে করে যান ট্রেনিং সেন্টারে।
আজকের বাজার/আরআইএস