আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজটিতে দলের হয়ে তিনে ব্যাটিং করে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন সাকিব আল হাসান। তাই বিশ্বকাপের মতো বড় আসরে ওয়ান ডাউনে ব্যাট করতে চান দেশসেরা এই অলরাউন্ডার।
ওয়ানডেতে মূলত পাঁচ নম্বরে ব্যাট করে থাকেন সাকিব। যেখানে তার ক্যারিয়ারে ব্যাটিং গড় ৩৫.৪৫ রান। তবে ওয়ানডাউনে খেলে ব্যাটিংয়ে বেশি সাফল্য পেয়েছেন সাকিব। ওয়ানডাউনে খেলা ম্যাচগুলোতে সাকিবের ব্যাটিং গড় ৪১.০০ রান। তাই তিন নম্বরে নেমে নিজেকে মেলে ধরার বেশি সুযোগ দেখছেন সাকিব।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে সাকিব জানান, ‘এমন সময়ও ছিল যখন আমি প্রথম ১০ ওভারের আগে ক্রিজে আসতাম, এমনকি ৫ নম্বরে ব্যাটিং করলেও। কিন্তু এখন এর পরিবর্তন হয়েছে, আমি এখন ৫ নম্বরে ব্যাট করলে ৩৫-৪০ ওভারের আগে মাঠে নামার সুযোগই পাই না।’
তিনি যোগ করেন, ‘আমি মনে করি, আমার জন্য আগে ব্যাট করাটাই ভালো। তাই ব্যক্তিগতভাবে বলছি, আমি ৩ নম্বরে ব্যাট করতে চাই। আমি কোচ এবং অধিনায়ককেও আমার ইচ্ছা প্রকাশ করেছি। কিন্তু দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে আমার কোনো অসুবিধা নেই।’
সম্প্রতি সাকিব নিজের ফিটনেস নিয়ে বেশ কাজ করেছেন। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ছিলেন সাকিব। সেখানে দলটির হয়ে তেমন খেলার সুযোগ না পেলেও ব্যক্তিগতভাবে ব্যাটিং, বোলিং ও ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি।
সাকিব জানান, ‘আপনার জীবনের কোনো এক মুহূর্তে আপনার চাঙ্গা হওয়া প্রয়োজন। আমি চাঙ্গা হতে পেরেছি। আমি বলব না সেটা কীভাবে। এটা গোপনই থাক। এটা একটি উপায়ে এসে আমাকে জাগ্রত করেছে। আমি ২০১১ পর্যন্ত ফিট ছিলাম। তারপরে আমার ফিটনেসে কাজ করতে যথেষ্ট সুযোগ পাইনি, তবে আমি কোনো চাপ অনুভব করিনি। কিন্তু আমি এখন চাঙ্গা হতে পেরেছি।’
আজকের বাজার/এমএইচ