গতরাতে শেষ হলো ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর খেলা। শেষ ষোলো থেকে আট দল এবারের আসর থেকে বিদায় নেয়। বাকী আট দল সুযোগ করে নেয় কোয়ার্টারফাইনালে। শেষ আটে সুযোগ পাওয়া দলগুলো হলো- স্বাগতিক রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সুইডেন ও ইংল্যান্ড।
শেষ ষোলো থেকে বাদ পড়া আটটি দল হল- আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, ডেনমার্ক, মেক্সিকো, জাপান, সুইজারল্যান্ড ও কলম্বিয়া।
আগামী ৬ জুলাই থেকে শুরু হবে চলতি বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল। ঐ দিন দু’টি ম্যাচ রয়েছে। নিজনি নভগোরোদে উরুগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ঐদিন টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টারফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম। কাজানে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
৭ জুলাই সামারাতে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টারফাইনালে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে সুইডেন ও ইংল্যান্ড।
একই দিন সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় লড়বে টুর্নামেন্টের চতুর্থ ও শেষ কোয়ার্টারফাইনালে লড়বে স্বাগতিক রাশিয়া ও ক্রোয়েশিয়া।
কোয়ার্টারফাইনাল শেষে ১০ ও ১১ জুলাই হবে এবারের আসরের দু’টি সেমিফাইনাল। ১৪ জুলাই হবে তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচ। ১৫ জুলাই মস্কোতে ফাইনাল দিয়ে শেষ হবে ২১তম ফুটবল বিশ্বকাপ।
কোয়ার্টারফাইনালের সূচী :
৬ জুলাই : ফ্রান্স-উরুগুয়ে (রাত ৮টা)।
৬ জুলাই : ব্রাজিল-বেলজিয়াম (রাত ১২টা)।
৭ জুলাই : ইংল্যান্ড-সুইডেন (রাত ৮টা)।
৭ জুলাই : রাশিয়া-ক্রোয়েশিয়া (রাত ১২টা)।
আরজেড/