ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের ব্যর্থ পারফরমেন্সের পর্যালোচনায় তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, কমিটিতে বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ (আহ্বায়ক), মাহবুবুল আনাম (সদস্য) এবং আকরাম খানকে (সদস্য) রাখা হয়েছে।
কমিটির উদ্দেশ্য হল, টুর্নামেন্টে দলের বাজে পারফরমেন্সের কারণগুলো যাচাই করা এবং পরবর্তীতে বোর্ডের কাছে সেগুলো তুলে ধরা।
প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে গিয়েছিলো বাংলাদেশ। কিন্তু লিগ পর্বে ৯ ম্যাচের মধ্যে মাত্র দু’টি ম্যাচ জিতে বিশ^কাপ শেষ করে টাইগাররা। বাছাই পর্ব টপকে মূল পর্বে খেলতে আসা নেদারল্যান্ডসের কাছেও হারের লজ্জা পায় বাংলাদেশ। যা দলের করুণ অবস্থাকে ফুটিয়ে তুলে।
মাঠের বাইরের কিছু বিচ্ছিন্ন ঘটনা দলের পারফরমেন্সে প্রভাব ফেলছে বলে ধারনা করা হচ্ছে। (বাসস)