বিশ্বকাপে নিউজিল্যান্ড-কেনিয়া ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

দেশের মাটিতে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দল নাকানি-চুবানি খাওয়াচ্ছে পাকিস্তানকে। কিউই যুবারাই কেন চুপচাপ থাকবে যখন তাদের মাটিতেই চলছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বুধবার গ্রুপ-এ’র খেলায় তাদের প্রতিপক্ষ ছিল কেনিয়া। দুর্বল এই দলটিকে সামনে পেয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে রেকর্ডের বন্যা ছুটিয়েছে কিউই তরুণরা। বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের উপর ভর করে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর ৪৩৬ রান করেছে তারা। আরও কিছু রেকর্ড তো হয়েছেই। জবাবে ২৪৩ রানে হেরেছে কেনিয়ার যুবারা। বড় জয়ের তালিকায় এটা অবশ্য দশম।

টস জিতে ফিল্ডিং নেয়ায় এখন নিজের উপরই রাগ উঠতে পারে কেনিয়ার অধিনায়ক শচিন ভুদিয়ার। প্রথম থেকেই মেরে খেলতে থাকা দুই কিউই ওপেনার মিলে স্কোরবোর্ডে তুলে ফেলেন ২৪৫ রান। যুবা বিশ্বকাপে এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ১১৭ রান করে রাচি রবিন্দ্র আউট হলেও অপর ওপেনার জ্যাকব ভুলা ব্যাট চালিয়ে যান। তাকে সঙ্গ দেন ফিন অ্যালেন। অ্যালেন ৪০ বলে ৬টি ছয় ও ৮টি চারে ৯০ রানের ঝড় তুলে আউট হন।

তিনি ১৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। আর ভুলা আউট হওয়ার আগে করেন ১৮০ রান। তার ১৪৪ বলের এই ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছয়। এটিই যুবাদের বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংস। শেষপর্যন্ত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ৪৩৬ রান করে। যা বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

কেনিয়ার আফসোসই হওয়ার কথা। কারণ বিশ্বকাপে সর্বোচ্চ ৪৮০ রানের দলীয় সংগ্রহও যে তাদের বিপক্ষে। ২০০২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যুবারা এই রান সংগ্রহ করেছিলেন।

বুধবারের ম্যাচে কেনিয়াকে অল আউট করতে পারেনি নিউজিল্যান্ড। ৫০ ওভার ব্যাট করে ৪ উইকেটের বিনিময়ে ১৯৩ রান করে দলটি। ২৪৩ রানের হার মেনে নেয় তারা।

ব্যাটিং কৃতিত্বের জন্য ম্যাচসেরার পুরস্কার পান ভুলা।

আজকের বাজার: সালি / ১৭ জানুয়ারি ২০১৮