বিশ্বকাপের ২০১৯ আসরে বাংলাদেশের সেমিতে যাওয়া হবে না। কিন্তু সাকিব যে প্রাপ্তিটা এনে দিয়েছে, তা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো। এমনিতেই আগে থেকে সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার।
প্রথম ক্রিকেটার হিসেবে একটি বিশ্বকাপে ৫০০ রান এবং ১০-এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন তাঁর দখলে। চলতি বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় এখন দু’নম্বরে সাকিব৷
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১ হাজার রানের পাশাপাশি ৩২ উইকেট শিকার করেছেন সাকিব।
২৪ জুন ২০১৯ ইংল্যান্ডের সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ৫১ রান করার মধ্য দিয়ে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সফল বিশ্বসেরা এ অলরাউন্ডার।
এ বিশ্বকাপে সাকিবের থেকে ব্যাটিংয়ে শুধুমাত্র রানের দিক দিয়ে মাত্র ২ রানে এগিয়ে আছেন রোহিত শর্মা। যার সংগ্রহ ৫৪৪ রান করে। সে খেলেছে ৭ ম্যাচ। অন্যদিকে সকিব আল হাসানও ৭ ম্যাচ খেলে ৫৪২ রান করেছে। তার কাছাকাছি আছে ১ ম্যাচ বেশি খেলে ডেভিড ওয়ার্নার। যার সংগ্রহ ৫১৬ রান।
এবার দেখা যাক বোলিং পরিসংখ্যান, বল হাতেও তিনি করেছেন তার সেরাটা। তিনি ৭ ইনিংসে ৩১.০৯ গড়ে নিয়েছেন ১১ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৫.৩৪।
আজকের বাজার/লুৎফর