আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ ওয়ানডে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশের বোলাররা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তানকে ৩৭ দশমিক ২ ওভারে ১৫৬ রানে অলআউট করেছে টাইগার বোলাররা। এরমধ্যে আফগানিস্তানের পাঁচ ব্যাটারকে বোল্ড আউট করেন সাকিব-মিরাজ-তাসকিনরা। বিশ^কাপের মঞ্চে এই প্রথমবারের প্রতিপক্ষের পাঁচ ব্যাটারকে বোল্ড করলো বাংলাদেশের বোলাররা।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানকে সাকিব আল হাসান, মোহাম্মদ নবিকে তাসকিন আহমেদ, আজমতুল্লাহ ওমারজাইকে শরিফুল ইসলাম এবং রশিদ খান-মুজিব উর রহমানকে বোল্ড আউট করেন মেহেদি হাসান মিরাজ।
নিজেদের ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে প্রতিপক্ষের পাঁচ বা তার বেশি ব্যাটারকে বোল্ড করার ক্ষেত্রে এটি নবম ঘটনা বাংলাদেশের। সর্বোচ্চ ছয় ব্যাটারকে বোল্ড করার নজির আছে বাংলাদেশের বোলারদের। গেল বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয়দের ছয় ব্যাটারকে বোল্ড করেছিলো বাংলাদেশের বোলাররা। ঐ ম্যাচে স্পিনার তাইজুল ইসলাম তিন ব্যাটারকে, মোসাদ্দেকস হোসেন-নাসুম আহমেদও মুস্তাফিজুর রহমান ১জন করে ব্যাটারকে বোল্ড আউট করেন। (বাসস)