বিশ্বকাপে ভয়ে আছেন নেইমার

বিশ্বকাপের ঘড়ির ঘন্টা ধিরে ধিরে এগিয়ে আসছে। ব্রাজিল তারকা নেইমারকে বিশ্বকাপের আগেই এক অজানা ভয় তাড়া করছে। চোট থেকে কোনো মতে ফিরে নেইমার বলছে, ‘আমার মতো ভীত এই মুহূর্তে আর কেউই নয়।’

এখনো সুস্থ হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন ব্রাজিল তারকা নেইমার। পাশাপাশি তিনি স্বীকার করেছেন, প্রত্যাশার চাপটা কী, তা তিনি এখন বুঝতে পারছেন।

গত ২৫ ফেব্রুয়ারি মার্সেইয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান। তারপর থেকেই মাঠের বাইরে। ব্রাজিলে তার পায়ে অস্ত্রোপচার হয়েছে। মাঠে ফেরার প্রস্তুতিও নিতে শুরু করেছেন। জানিয়েছেন বিশ্বকাপ ছাড়া আর কিছু নিয়ে ভাবতে চান না এখন।

নেইমার এটাও জানেন ফুটবল পাগল ব্রাজিলের মানুষ বিশ্বকাপে তাকে কীভাবে চাইছেন। নিজ দেশের এক টিভি চ্যানেলে সাক্ষাতকার দিতে গিয়ে নেইমার বলেন, ‘আমি জানি, আমাকে নিয়ে সবাই কতটা চিন্তিত। কিন্তু বিশ্বাস করুন, আমার চেয়ে বেশি নার্ভাস কেউই নয়। আমার চেয়ে বেশি ভয়েও কেউ নেই।’

কিন্তু বিশ্বকাপ মিশন নিয়ে আতঙ্কিত নেইমার বলেছেন, ‘আমার সামনে খুব কঠিন সময় যাচ্ছে বলে আপনারা ভাবছেন তো? ঠিকই ভাবছেন। জীবনের সব চেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি একটা স্বপ্নের খুব কাছে এসে দাঁড়িয়েছি আবার। সেই স্বপ্নটা হল বিশ্বকাপ। জানি না, এবার কী হবে।’

চা বছর আগে ঘরের মাঠে চোট তাকে ছিটকে দিয়েছিল বিশ্বকাপ থেকে। মাঠের বাইরে বসে দেখতে হয়েছিল, জার্মানির কাছে ব্রাজিলের বিধ্বস্ত হওয়ার চেহারা। সেই দুঃসহ স্মৃতি এখনো পোড়ায় নেইমারকে। যে স্মৃতি মুছে ফেলতে চান তিনি, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমি আবার একটা সুযোগের সামনে এসে দাঁড়িয়েছি।’

কয়েকদিন আগে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকোর সঙ্গে সাক্ষাতের সময় নেইমার বলেছিলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব ভয় দূরে সরিয়ে বিশ্বকাপের জন্য তৈরি হতে হবে।’

আজকের বাজার/আরআইএস