শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর শেষ দিন। দিনের দ্বিতীয় খেলায় কানাডার যুবাদের হারিয়েছে ইংল্যান্ড। আর তাতে নিশ্চিত হয়েছে গ্রুপ-সি থেকে রানার আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে যাচ্ছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপ-বি এর চ্যাম্পিয়ন ভারত। আর বাংলাদেশের গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ গ্রুপ-বি এর রানার আপ দল অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডে বিশ্বকাপ সফরের শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে জেতেনি একটিতেও। তবে মূলপর্ব শুরু হতেই বদলে যায় দলটির চেহারা। প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ ও পরের ম্যাচে কানাডাকে ৬৬ রানে হারিয়ে এবারের আসরের প্রথম দল হিসেবে নক আউট পর্বে ওঠে যুবা টাইগাররা। ইংল্যান্ডকে হারিয়ে তাদের সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও। তবে সে ম্যাচটি সাইফরা হারেন ৭ উইকেটে। তাই গ্রুপ রানার আপ হয়েই নক আউট পর্বে যাচ্ছেন এই তরুণরা।
আর ভারত দারুণ পারফরম্যান্সে গ্রুপপর্বের প্রতিটি ম্যাচই জিতেছে। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশকে। তবে গত নভেম্বরেই এশিয়া কাপে বাংলাদেশের টাইগাররা হারিয়েছে ভারতকে। তাই কোয়ার্টার ফাইনালের আগে বেশ আত্মবিশ্বাসীই থাকবে তারা।
অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তবে শেষ আটের বাকি দুই ম্যাচে কারা প্রতিপক্ষ হবে তা এখনও নিশ্চিত হয়নি।
আজকের বাজার: সালি / ২০ জানুয়ারি ২০১৮