বিশ্বকাপ ক্রিকেটের আজ প্রথম সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মাঠে নামছে ফেভারিট ভারত ও নিউজিল্যান্ড। ভারত দুই বারের চ্যাম্পিয়ন হলেও এখনও বিশ্বকাপ জয় করা হয়নি নিউজিল্যান্ডের।
ভারত সর্বশেষ ২০১১ সালের চ্যাম্পিয়ন আর নিউজিল্যান্ড ২০১৫ সালের রানার্সআপ। আজ ফাইনালে উঠার টার্গেট নিয়েই মাঠে নামবে দল দু’টি। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ১০৬ টি ওডিআই ম্যাচ খেলেছে। এই ১০৬ টি ম্যাচে ভারত ৫৫ টি ম্যাচ জিতেছে এবং নিউজিল্যান্ড ৪৫ টি ম্যাচ জিতেছে। সুতরাং এটা খুবই স্পষ্ট যে ভারতীয় দল নিউজিল্যান্ডের উপর আছে।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে এই দু’টি দলের মধ্যে ৭ টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ভারত ৩ টি এবং নিউজিল্যান্ড ৪ টি ম্যাচ জিতেছে।
আজকের বাজার/লুৎফর রহমান