প্রথমবারের মত কোন আন্তর্জাতিক শিরোপা জিতে তিনদিনের ছুটিতে দেশে এসেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বুধবার সকালে তিনি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন। তিনি প্রথমে লন্ডনে যাবেন। সেখানে দশ দলের অধিনায়কদের নিয়ে আইসিসি একটি ইভেন্ট আয়োজন করেছে। সেটাতে যোগ দিবেন। এরপর যাবেন কার্ডিফে। যেখানে ২৬ ও ২৮ মে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে।
দেশ ছাড়ার আগে মাশরাফি বলেছেন, ‘ত্রিদেশীয় সিরিজ জিতে দলের সবাই বেশ আত্মবিশ্বাসী। আপনারা দোয়া করবেন বাংলাদেশ দলের জন্য, যা তে আমরা ভালো করতে পারি।’
আজকের বাজার/এমএইচ