ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল রেকর্ড চার মিলিয়ন (৪০ লাখ) ডলার প্রাইজমানি পাবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে গতকাল শুক্রবার এ ঘোষণা দেয়া হয়েছে।
চলতি মাসের শেষ দিকে শুরু হয়ে ৪৬ দিনব্যাপী পুরুষদের সর্বোচ্চ এ টুর্নামেন্টে মোট দশ মিলিয়ন (এক কোটি) ডলার প্রাইজ মানি দেয়া হবে।
গ্রুপ পর্বে বিজয়ী প্রতিটি দল পাবে ৪০ হাজার ডলার করে। সেমিফাইনালে পরাজিত দল পাবে আট লাখ ও রানার্সআপ দল পাবে ২০ লাখ ডলার।
ওভালে আগামী ৩০মে দক্ষিণ আফ্রিকা ও ফেবারিট স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের এ দ্বাদশ আসর।
বিশ্বকাপে এই প্রথমবার নক আউপ পর্বের আগে অংশ গ্রহণকারী দশটি দলে গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে। ১৪ জুলাই ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
আজকের বাজার/এমএইচ