গত বছরের বিশ্বকাল ম্যাচে বিরমিংহামে ভারত এবং ইংল্যান্ডের ম্যাচ প্রসঙ্গে বেন স্টোকের লেখা বই ‘অন ফায়ার’-এ করা মন্তব্য নিয়ে ফের তোলপাড় সোশাল মিডিয়া। এই বইতে লেখা একটি মন্তব্য নিয়ে টুইটারে সরব হন প্রাক্তন পাক ক্রিকেটার সিকন্দর বখত।খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বৃহস্পতিবার পাকিস্তানের এই ক্রিকেটার বলেন যে বেন স্টোক তার বইতে লিখেছেন যে গত বছর অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে পাকিস্তানকে বের করে দিতেই ইংল্যান্ডের কাছে ইচ্ছে করে হেরেছিল ভারত। এমনকী যুক্তি পোক্ত করতে এই পাক ক্রিকেটার একটি পুরনো ভিডিও শেয়ার করেন টুইটারে।
যদিও তিনি এই ধরনের কোনও মন্তব্য করেননি এমনটাই টুইটে জানিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন স্টোকস। তিনি সাফ জানান যে, “আমার লেখার ভুল ব্যাখা করা হয়েছে এবং কথা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা বইয়ে এই লেখা পাবেন না। কারণ আমি এ ধরণের কোনও কথা বলিনি।”