ভারতের বিপক্ষে আহমেদাবাদে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ শিরোপা উপহার দিয়েছেন ব্যাটার ট্রাভিস হেড। এনিয়ে সপ্তম ব্যাটার হিসেবে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন হেড।
বাঁ-হাতি এই ওপেনার ১২০ বলে ১৩৭ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেছেন। তার ব্যাটে ভর করে টুর্নামেন্টে আগের ১০ ম্যাচে শতভাগ জয়ী শক্তিশালী ভারতকে ৬ উইকেটে পরাজিত করে শিরোপা জয় করে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের ফাইনালে হেড তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে শতক উপহার দিলেন। এর আগে ২০০৩ সালে রিকি পন্টিং অপরাজিত ১৪০ ও চার বছর আগে এ্যাডাম গিলক্রিস্ট করেছিলেন ১৪৯ রান।
বিশ^কাপের ফাইনালে সেঞ্চুরি করা সাত ব্যাটারের তালিকা :
স্কোর ব্যাটার দল প্রতিপক্ষ ভেন্যু বছর
১৪৯ এ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া শ্রীলংকা ব্রিজটাউন ২০০৭
১৪০* রিকি পন্টিং অস্ট্রেলিা ভারত জোহানেসবার্গ ২০০৩
১৩৮* ভিভিয়ান রিচার্ডস ও:ইন্ডিজ ইংল্যান্ড লর্ডস ১৯৭৯
১৩৭ ট্রেভিস হেড অস্ট্রেলিয়া ভারত আগমেদাবাদ ২০২৩
১০৭* অরবিন্দ ডি সিলভা শ্রীলংকা অস্ট্রেলিয়া লাহোর ১৯৯৬
১০৩* মাহেলা জয়াবর্ধনে শ্রীলংকা ভারত মুম্বাই ২০১১
১০২ ক্লাইভ লয়েড ও:ইন্ডিজ ইংল্যান্ড লর্ডস ১৯৭৫
একমাত্র জয়বর্ধনের সেঞ্চুরি বিশ^কাপের ফাইনালে পরাজিত শ্রীলংকার পক্ষে হওয়ায় তা কার্যত কোন কাজে আসেনি। (বাসস/এএফপি)