বলিভিয়ার মাঠে ১৫ বছর পর জয় পেয়েছে আর্জেন্টিনা। তাও জয়টি ছিল ঘাম ঝড়ানো। ম্যাচের প্রথমদিকে পাত্তা না পাওয়া মেসিরা শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেছে।
সমুদ্রপৃষ্ট থেকে ৩ হাজার ৬০০ মিটার উঁচুতে অবস্থিত এরনান্দো সাইলসে খেলা আর্জেন্টিনার জন্য খুবই কঠিন। অতীত ইতিহাস তাই
বলে। অতীতের সেই বাজে স্মৃতি নিয়ে মঙ্গলবার রাতে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে নামে আর্জেন্টিনা।
ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বলিভিয়া। ২৪ মিনিটে আলেহান্দ্রো সাউলের চমৎকার ক্রসে জাল খুঁজে নেন মার্সেলো মার্তিন্স। ১-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টাইন শিবিরে বাড়তে থাকে হতাশা। তবে বিরতির আগেই আর্জেন্টাইন শিবিরে হাসি ফিরিয়ে আনেন মার্তিনেস। ৪৫ মিনিটে গোল করে সমতায় ফেরান তিনি।
আক্রমণ-প্রতি আক্রমণে দ্বিতীয়ার্ধে ম্যাচটি আরও জমে উঠে। লিড পেতে মরিয়া হয়ে ওঠে লিওনেল স্কালোনির শিষ্যরা। খেলায় ছন্দও ফিরে পায় আকাশি-সাদা জার্সিধারীরা।
৭৫তম মিনিটে এসে মেসির পাস থেকে গোলরক্ষককে একা পেযে গিয়েছিলেন মার্তিনেস। কিন্তু বলিভিয়ার গোলরক্ষক রুখে দেন।
তবে ৭৯ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় আর্জেন্টিনা। বুলেট গতির এক শটে জাল কাপাঁন কোররেয়া। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে এটি তাদের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছিল ইকুয়েডরকে।