২০১৮ সালে নিউজিল্যান্ডে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে সদ্যই দেশ ছাড়লো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। স্টেডিয়ামের একাডেমি মাঠে আনুষ্ঠানিক ফটোসেশন ও অন্যান্য আনুষ্ঠানিক কাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হোন দলের ক্রিকেটাররা।
অধিনায়ক সাইফ হাসান বলেন, ‘লক্ষ্যটা আমাদের এক নাম্বারে থাকার। আমরা যদি প্রথম রাউন্ড খেলে উঠতে পারি তো অবশ্যই আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চেষ্টা করবো। আমরা সবাই অনেক দিন ধরে একসাথে আছি। আমাদের কম্বিনেশন ও পরস্পরের প্রতি যোগাযোগ অনেক ভাল। এটাই আমাদের স্ট্রেংথ।’
নিউজিল্যান্ড থেকে ভালো কিছু নিয়ে ফেরার কথা জানিয়েছেন দলের সহ-অধিনায়ক আফিফ। সূচি অনুযায়ী প্রথম খেলা ১৩ই জানুয়ারি। এর পূর্বে নিউজিল্যান্ডের ডানেডিনে ১০ দিনের একটি অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশের যুবারা।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ সূচি:
১৩ জানুয়ারি : বাংলাদেশ বনাম নামিবিয়া
১৫ জানুয়ারি : বাংলাদেশ বনাম কানাডা
১৮ জানুয়ারি : বাংলাদেশ বনাম ইংল্যান্ড
আজকের বাজার: সালি / ০১ জানুয়ারি ২০১৮