বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান খাজা।
চোটের কারণে তাকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এমনটি নিশ্চিত করেছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার।
খাজার পরিবর্তে অস্ট্রেলিয়া ইতোমধ্যে ম্যাথিউ ওয়েডকে দলে নিয়েছে। তবে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি নিতে হবে।
একই ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন মার্কাস স্টোইনিস। বল ছুঁড়ে মারার সময় ডান দিকেরে পেশিতে টান পড়েছে তার। তিন ওভারের বেশি বল করতে পারেননি তিনি। তাকে নিয়ে চূড়ান্ত কোনও ঘোষণা না এলেও তার বদলি হিসেবে মিচেল মার্শকে প্রস্তুত রাখা হয়েছে।
আজকের বাজার/লুৎফর