বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও তিন হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৭৭ হাজার। মোট আক্রান্ত ৬৩ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। এদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে মারাত্মক ছোঁয়াচে ভাইরাসটিতে ৩ হাজার ১৪ জন মারা যান। এছাড়া নতুনভাবে লাখের বেশি মানুষের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।
যুক্তরাষ্ট্রেও আরও সাত শতাধিক প্রাণহানির ফলে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৭ হাজারের মতো। মোট আক্রান্ত ১৮ লাখ ৬০ হাজার মানুষ। এদিকে দিনের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ভারত। মারা গেছেন ২০০ জন। মোট প্রাণহানি ছাড়িয়েছে পাঁচ হাজার ৬০০ এর বেশি।
বিশ্বের সপ্তম দেশ হিসেবে মেক্সিকোতে মৃতের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি। আক্রান্ত প্রায় ৯১ হাজার। লকডাউন শিথিল করা হলেও, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র-রাশিয়া এবং ইউরোপ ও লাতিন আমেরিকার সব দেশেই নতুন সংক্রমণ ও মৃত্যু তুলনামূলক কম রেয়েছ।
আজকের বাজার/আখনূর রহমান