করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৪ লাখ মানুষ। আর বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই লাখ ৯৫ হাজারের বেশি মানুষের। তবে, বিশ্বে সুস্থ হয়েছেন ১৬ লাখের বেশি মানুষ।
শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ। দেশটিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৮৪ হাজার। একদিনে প্রাণ গেছে ১ হাজার ৬শ' ৩০ জনের।
আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও স্পেনের পরই এখন রাশিয়ার অবস্থান। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। মৃত্যু ছাড়িয়েছে ২ হাজার। গত ১০ দিনে প্রতিদিনই ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন রাশিয়ায়।
এদিকে, মৃতের সংখ্যায় স্পেনে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সেও মৃতের সংখ্যা প্রায় ২৭ হাজার। যুক্তরাজ্যে একদিনে প্রাণ গেছে ৪শ' ৯৪ জনের। মোট মৃত্যু হয়েছে ৩৩ হাজারের বেশি মানুষের। তবে, স্পেন ও ইতালিতে কমেছে মৃত্যুহার।
ব্রাজিলেও থেমে নেই করোনায় মৃত্যু। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজারের বেশি। মোট প্রাণহানি ছাড়িয়েছে ১২ হাজার।
অন্যদিকে, নতুন করে করোনা সংক্রমণ শনাক্তের পর চীনের জিলিন শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।
তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের লকডাউন তুলে নিলে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে বলে সতর্ক করেছেন হোয়াইট হাউজের স্বাস্থ্য বিষয়ক টাস্ক ফোর্সের পরামর্শদাতা অ্যান্থনি ফাউসি। মঙ্গলবার সিনেটে করোনা পরিস্থিতি নিয়ে সাক্ষ্য দেয়ার সময় এ সতর্কবার্তা দেন তিনি।