বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৭৮৩ জন। পর পর গত ১৩ দিন ধরে প্রতিদিন ২ লাখেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে।
এ নিয়ে বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৩ লাখ ৪১ হাজার ৯২০ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় মারা গেছে আরো ৪ হাজার ১৫৩ জন। ফলে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫০ হাজার ৮০৫ জনে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) মঙ্গলবার এ কথা জানায়।
সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ভাইরাস সংক্রমণ রোধে বিশ্বের দেশগুলোর কঠোর স্বাস্থ্য বিধি বাস্তবায়ন করা উচিত। তিনি এ ক্ষেত্রে প্রচুর পরীক্ষা, কঠোর কোয়ারেন্টিন, সামাজিক দূরত্ব রক্ষাসহ মাস্ক পরার কথা উল্লেখ করেন।
তিনি আরো বলেন, যেসব দেশ এসব পদক্ষেপ নিয়েছে তাদের সংক্রমণ কমেছে। যারা নেয়নি তাদের বেড়েছে।
তিনি এ প্রসঙ্গে কম্বোডিয়া, রুয়ান্ডা, থাইল্যান্ড, চীন, জার্মানী ও দক্ষিণ কোরিয়ার উদ্যোগের প্রশংসা করেন।