বিশ্বজুড়ে গত ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে করোনা ভাইরাসে সংক্রমণ ১১ শতাংশ কমেছে। মৃত্যুর সংখ্যাও কমেছে ২০ শতাংশ।
জেনেভায় বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক হালনাগাদ তথ্যে বলা হয়েছে, গত ছয় সপ্তাহ ধরেই করোনার সংক্রমণ ও মৃত্যু কমছে।
সংস্থা বলছে, গত সপ্তাহে করোনা সংক্রমণের সংখ্যা ছিল ২৪ লাখ ৫৭ হাজার ২৬ জন। মৃত্যু ছিল ৬৬ হাজার ৩৫৯ জন। চলতি সপ্তাহে এ সংখ্যা উত্তর ও দক্ষিণ আমেরিকায় কমেছে ১৯ শতাংশ, ইউরোপে কমেছে ৭ শতাংশ।
তবে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে সংক্রমণ বেড়ে ৪ লাখ ৮০ হাজারেরও বেশি হয়েছে। ব্রাজিলে বেড়েছে ৩ লাখ ১৬ হাজারেরও বেশি।