আরো একবার বিশ্বজুড়ে ব্যাহত হল ফেসবুক পরিষেবা। রবিবার সন্ধ্যা থেকে আমেরিকা, ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিস্তীর্ণ অংশে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ফেসবুক।
ব্যবহারকারীরা ফেসবুক খুলতে চেষ্টা করেও সফল হননি। এরফলে অনেকেই আবার নিজেদের ক্ষোভ উগড়ে দেন টুইটারে।
কেউ কেউ হাসি–ঠাট্টাও করেন। মূলত বাংলাদেশ সময় সন্ধ্যে সারে সাতটা থেকে এই সমস্যা দেখা দিয়েছে।
৫৯ শতাংশ মানুষ নিউজফিড নিয়ে অভিযোগ করেছিলেন। ২৪ শতাংশের অভিযোগ ছিল ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা যাচ্ছে না। আবার ১৬ শতাংশ ব্যবহারকারীর দাবি, ফেসবুক পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। অনেকে আবার এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছবি পোস্ট বা শেয়ার না করতে পারারও অভিযোগ করেছিলেন। শুধু ফেসবুক নয়, তাঁদের বাকি দু’টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম নিয়েও অনেকেই অভিযোগ তুলেছিলেন এদিন বিকেল থেকেই।
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এভাবেই ব্যাহত ফেসবুকের পরিষেবা। কখনও আবার ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত না রাখতে পারার অভিযোগও রয়েছে। তার মধ্যেই ফের একবার এই ঘটনা ঘটল।
আজকের বাজার/লুৎফর রহমান