বিশ্বজুড়ে একযোগে বড় ধরনের সাইবার হামলার ঘটনায় নড়েচড়ে বসেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। শঙ্কায় রয়েছে হামলার বাইরে থাকা অন্যান্য দেশগুলোও। বাংলাদেশও শঙ্কামুক্ত নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার ১২ মে হ্যাকারদের ছড়িয়ে দেয়া ‘র্যানসমওয়্যার’ নামের ক্ষতিকর সফটওয়্যারে বিশ্বজুড়ে এ সাইবার হ্যাকডের ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আলোচনা শুরু হয় দেশের সাইবার নিরাপত্তা নিয়ে।
এ বিষয়ে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকতা সৈয়দ আলমাস কবির বলেন- অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জেন্যুইন সফটওয়্যারের ব্যবহার কম। তাছাড়া বাংলাদেশে নেটওয়ার্ক প্রটেকশনও ব্যবহার করা হয় না। তাই একটু বেশি ঝুঁকিতেই রয়েছে বাংলাদেশ।
সাইবার হামলা থেকে রক্ষা পেতে হলে করণীয় কী এমন প্রশ্নের জবাবে সৈয়দ আলমাস কবির আজকের বাজারকে বলেন, প্রত্যকেরই উচিত জেন্যুইন সফটওয়্যার ব্যবহার করা এবং নিয়মিত তা আপডেট করা। এছাড়া নেক্সট জেনারেশন ফায়ারওয়াল নামক একটা সফটওয়্যার রয়েছে; সেটা ব্যবহার করলে অনেকটা নিরাপদে থাকা যাবে। এটি পরিচিত-অপরিচিত সব ধরনের থ্রেট মোকাবেলা করতে সক্ষম।
একবার সাইবার হামলার শিকার হলে তা থেকে মুক্তি পেতেও অনেক ঝামেলা হবে জানিয়ে তিনি বলেন, সকল প্রটেকশন নেওয়ার পরও প্রত্যকের উচিত নিয়মিত ব্যাকআপ নেওয়া এবং তা আপডেট করা। তাহলে কোনোক্রমে হামলা হলেও ব্যাকআপ নিয়ে ঝামেলা হবে না।
প্রসঙ্গত, শুক্রবার ‘র্যানসমওয়্যার’ সফটওয়্যারে ছড়িয়ে দেয় হ্যাকাররা। যা বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজারো স্থানে ছড়িয়ে কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে পড়ে। এ সাইবার হামলার শিকার হয় যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ ডিপার্টমেন্টও। হামলার তালিকায় আছে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানও।
এ সময় হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওয়েবসাইট অচল করে দিয়ে ৩০০ মার্কিন ডলার দাবি করে। এদিকে এ বিপর্যয় থেকে বেরিয়ে আসতে একযোগে কাজ শুরু করেছেন অনেক প্রযুক্তি নিরাপত্তা গবেষক ও প্রতিষ্ঠান। সাইবার নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান ক্যাসপারস্কির মুখপাত্র জানান, এখন পর্যন্ত ৭৪টি দেশের কম্পিউটারে র্যানসমওয়্যার ছড়িয়ে পড়ার বিষয়টি শনাক্ত করা গেছে। এই আক্রমণের ঘটনা বেড়েই চলেছে।
যদিও মাইক্রোসফট গত মার্চে হ্যাকিংয়ের ঝুঁকি কমাতে একটি প্যাচ ছেড়েছিল। হয়ত বিশ্বজুড়ে অনেক কম্পিউটারই সেটি আপডেট করা হয়নি।
আজকের বাজার: আরআর/ ১৩ মে ২০১৭