ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বৃহস্পতিবার বলেছে, তারা আগামী জানুয়ারি নাগাদ সারা বিশ্বে ২ হাজার ৩শ’ লোক ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে।
ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর নতুন প্রধান নির্বাহী জ্যাক বাউলেস এক বিবৃতিতে বলেন, আমার লক্ষ্য হচ্ছে পরিবর্তনের মাধ্যমে নতুন ধরনের প্রবৃদ্ধি এবং আমাদের বর্তমান কর্মপ্রক্রিয়া ও ব্যবসায়িক উপায়গুলোকে উল্লেখযোগ্য ভাবে সহজতর করা এবং এর মাধ্যমে আমাদের অংশীদারদের জন্যে দীর্ঘমেয়াদি টেকসই মুনাফা নিশ্চিত করা। এটিই গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ।
আজকের বাজার/লুৎফর রহমান