জাতিসংঘের অঙ্গ সংস্থা খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এক প্রতিবেদনে জানিয়েছে, সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে বিশ্ববাজারে সার্বিকভাবে খাদ্যপণ্যের দাম কমেছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্ব খাদ্য মূল্যের গড় সূচক অবস্থান করছে ১৭৬ দশমিক ৪ পয়েন্টে। এটি আগের মাস সেপ্টেম্বর থেকে ১ দশমিক ৩ শতাংশ কম।
বিশ্বব্যাপী ৫ ধরনের পণ্যের দাম নিয়ে জরিপ চালায় সংস্থাটি। সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এ ৫ ধরনের খাদ্যের মধ্যে দুগ্ধজাত খাদ্যের দাম কমার প্রভাব পড়েছে মোট খাদ্যসূচকে।
আলোচ্য মাসে পণ্যটির দাম কমেছে ৪ শতাংশ। ২০১১ সালের পরে সর্বনিম্নে অবস্থান করছে দুগ্ধজাত পণ্যের দাম। এছাড়া প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য মাসে ভোজ্য তেল, চিনি, মাংসের দামও বেশি কমেছে।
অক্টোবর মাসে ভোজ্য তেলের দামও সেপ্টেম্বরের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কমেছে। এফএও বলছে আলোচ্য সময় পাম অয়েল ও সয়াবিন তেলের দাম কমেছে।
এছাড়া এ মাসে চিনির সার্বিক দামও কমেছে। সেপ্টেম্বর মাসের তুলনায় পণ্যটির দাম কমেছে দশমিক ৭ শতাংশ। এফএও বলছে, ইউরোপ ও রাশিয়ায় বিটের ব্যাপক উৎপাদন হওয়ায় চিনির দামে এই নেতিবাচক অবস্থা।
অক্টোবর মাসে বিশ্ববাজারে মাংসের দাম কমেছে দশমিক ৯ শতাংশ। তবে এ মাসে বিশ্ববাজারে দানা জাতীয় খাদ্যের দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে চাল ও গমের বাড়তি চাহিদার কারণেই এ জাতীয় পণ্যের দাম বেড়েছে বলে মনে করছে এফএও।
আজকের বাজার : এমএম / ০৪ নভেম্বর ২০১৭