বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে

বিশ্ব খাদ্যবাজারে গত কয়েকমাস খাদ্যপণ্যের দাম বেড়েছে। সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে তার আগের মাসের চেয়ে খাদ্যের দাম কিছুটা বেড়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলছে, ভোজ্য তেল ও দুগ্ধজাত পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিকভাবে খাদ্যের সূচক বেড়েছে।

৫ অক্টোবর বৃহস্পতিবার এফএও এ প্রতিবেদন প্রকাশ করে। রয়টার্সের খবরে বলা হচ্ছে, সেপ্টেম্বরে খাদ্যের গড় সূচক দাঁড়িয়েছে ১৭৮.৪ পয়েন্টে। যা আগস্ট থেকে দশমিক ৮ শতাংশ বেশি। গত বছরের একই সময়ের তুলনায় এই সূচক ৪.৩ শতাংশ বেশি।

সর্বশেষ প্রতিবেদনে এফএও’র পূর্বাভাস, ২০১৭-১৮ মৌসুমে ২৬১ কোটি টন দানাজাতীয় খাদ্যশস্য উৎপাদিত হতে পারে; যা গত বছর থেকে সামান্য বেশি।

জাতিসংঘের এ অঙ্গ সংস্থাটি প্রতিমাসে দানাজাতীয় খাদ্য, ভোজ্যতেল, দুগ্ধজাত পণ্য, মাংস ও চিনির দর নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

আজকের বাজার:এলকে/এলকে ৫ অক্টোবর ২০১৭