বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য দেশের চলচ্চিত্রকে সক্ষমতা অর্জন করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।আজ মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বিএফডিসির আট নম্বর সুটিং ফ্লোরে বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চলচ্চিত্র শিল্প বিকাশে সরকার সবরকম সহায়তা প্রদান করবে উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন প্রাদেশিক পরিষদে জাতির পিতার উত্থাপিত বিলের মাধ্যমেই এদেশে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। আর সে ঐতিহাসিক অধ্যায় স্মরণেই ২০১২ সনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন।
বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ‘বাংলাদেশের চলচ্চিত্রের সমস্যা ও সংকট উত্তরণের উপায়’ শীর্ষক প্রবন্ধের ওপর বিশেষ অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং অন্যান্যের মধ্যে বিএফডিসের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি মিয়া আলাউদ্দিন প্রমূখ বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারের পর জনপ্রিয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
আরএম/