হিজড়ারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সুবিধা থেকে বঞ্চিত হিজড়ারা জাপানে মহিলা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ভর্তির সুযোগ পেতে যাচ্ছেন।
আগামী ২০২০ সাল থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে জাপানের একটি মহিলা বিশ্ববিদ্যালয়।
জাপানের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণের সুযোগ পেতে যাচ্ছে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষরা। জাপানের একটি মহিলা বিশ্ববিদ্যালয় আগামী ২০২০ সাল থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
টোকিওর ওকানোমিজু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, যেসকল শিক্ষার্থীর জন্ম লিঙ্গ পুরুষ কিন্তু তাদের স্ত্রী লিঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়, তাদেরকে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগ দিবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, টোকিওর ওকানোমিজু বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত অভূতপূর্ব এবং প্রশংসাযোগ্য। তবে এই ঘটনা দেশটিতে প্রথম কিনা- তা তিনি নিশ্চিত করতে পারেননি।
তিনি আরও জানান, আশা করি হিজড়া সম্প্রদায়ের প্রয়োজনীয়তাগুলোর কথা উপলব্ধি করে বিশ্ববিদ্যালয়গুলো এ ব্যাপারে পদক্ষেপ নিবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ই এই ধরনের সিদ্ধান্ত নিবে।
বিশ্ববিদ্যালয়টি থেকে জানানো হয়, ২০২০ সালের শিক্ষা বর্ষ থেকে এই কার্যক্রম শুরু হবে।
মহিলাদের উচ্চশিক্ষার জন্য ১৮৭৫ সালে স্থাপিত ওকানোমিজু বিশ্ববিদ্যালয়টি জাপানের প্রথম কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানে হিজড়া বা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে।
আজকের বাজার/এসএম