বিশ্ববিদ্যালয় হচ্ছে এম এ জি মেডিকেল কলেজ

বিশ্ববিদ্যালয় হচ্ছে সিলেটের এম এ জি মেডিকেল কলেজ। এটি হবে দেশের উচ্চতর চিকিৎসা শিক্ষার চতুর্থ প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

৩১ মে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে একটি ঐতিহাসিক জনসভায় ঘোষণা দিয়েছিলেন দেশে আরও একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, সেটি হবে সিলেটে। আজকে আমি সেই ঘোষণার বাস্তবায়ন দিতে যাচ্ছি। সিলেট মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার অনুমোদন আমরা পেয়েছি।

তিনি বলেন, সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় যে নীতিমালায় হয়েছে একই নীতিমালায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে।

নাসিম বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান বাড়ানো, স্নাতকোত্তর পাশাপশি গবেষণার বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সিলেট বিভাগের মেডিকেল কলেজগুলো এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এফিলিয়েটেড থাকবে। নার্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। শিগগিরই জাতীয় সংসদে এ আইনটি উপস্থাপন হবে। আইনটি জাতীয় সংসদে পাশ হলে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরবর্তী কার্যক্রম শুরু হবে।

অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমরা যারা সিলেটের অধিবাসী তারা খুবই তৃপ্তি পাচ্ছি। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য জায়গা নির্ধারণ করা।

আজকের বাজার:এলকে/এলকে/৩১ মে ২০১৭