বিশ্বব্যাংক দেবে আরও ২৪৫ মিলিয়ন ডলার

বাংলাদেশের সেফটি নেট কর্মসূচির স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে নতুন করে ২৪৫ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। সম্প্রতি বিশ্বব্যাংক এ সংক্রান্ত একটি তহবিল অনুমোদন করেছে বলে গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বালাদেশে সরকার দরিদ্র ও দুস্থদের সহায়তা করতে বিভিন্ন সেফটি নেট কর্মসূচি বাস্তবায়ন করছে। দরিদ্র জনগোষ্ঠির জন্য নেওয়া বাস্তবায়নাধীন এ সকল সেফটি নেট কর্মসূচিতে বিশ্বব্যাংক আরো অর্থ সহায়তা করছে।
উল্লেখ, এই কর্মসূচির অধীন দেশের ৯০ লাখ দরিদ্র লোক অর্থ সহায়তা পাচ্ছে। ২৪৫ মিলিয়ন ডলারের নতুন অনুদানের পর এই খাতে বিশ্বব্যাংকের মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ৭৪৫ মিলিয়ন ডলার।
সুদ মুক্ত এই লোন ৬ বছরের গ্রস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। তবে মাত্র শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।
বিশ্বব্যাংকের এই অর্থ সহায়তা দেশের সর্ববৃহৎ কর্মসূচির কয়েকটিতে দক্ষতা বাড়ানোর সহায়ক হবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০১৯ সালের ৩০ জুন এই প্রকল্প শেষ হবে।
আজকের বাজার: সালি / ০১ জানুয়ারি ২০১৮