জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৩ লাখে পৌঁছেছে।
এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ লাখ ৭ হাজারের বেশি মানুষ।
জেএইচইউ‘র দেয়া তথ্য মতে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন বিশ্বের দেড় কোটিরও বেশি মানুষ।
মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৭ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৬ লাখেরও বেশি মানুষ। এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৪৬ জনের।
এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৭৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে রবিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ৪ আগস্টের ১ হাজার ৯১৮ জনের পর শনাক্তের দিক দিয়ে এটাই সর্বনিম্ন।
করোনা সংক্রমণের ২৪তম সপ্তাহে দেশে মোট কোভিড-১৯ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪১ জন।