বিশ্বব্যাপী একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে : ডব্লিউএইচও

epa08897227 Medical workers clad in protective gear transport a patient infected with coronavirus disease (COVID-19) from an ambulance to a negative-pressure ward at the National Medical Center in Seoul, South Korea, 21 December 2020. EPA-EFE/YONHAP -- ATTENTION EDITORS: IMAGE PIXELATED AT SOURCE -- SOUTH KOREA OUT

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বৃহস্পতিবার একদিনে ৬ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮১ লাখ ৯০ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার ডেইলি বুলেটিনে এ খবর জানায়।
বুলেটিনে বলা হয়, একদিনে ১১ হাজার ৫শ’র বেশী লোকের মৃত্যু হয়েছে, এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ১৭ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।
বিভিন্ন দেশের সরকারী হিসাব সমন্বয় করে ডব্লিউএইচও এই হিসাব প্রকাশ করেছে।
দক্ষিণ ও উত্তর আমেরিকায় ৪৯ শতাংশের বেশী আক্রান্ত হয়েছে। ডব্লিউএইচও’র হিসাবে ২৪ ঘন্টায় এখানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৫০৭ জন, এর পরেই বেশী আক্রান্ত হয়েছে ইউরোপে, এখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬১০ জন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৮৪ জন।
সবচেয়ে বেশী করোনা আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৪০৫ জন, এর পরে ভারতে ১ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮৪৫ জন, ব্রাজিলে ৭৩ লাখ ৬৫ হাজার ৫১৭ জন, রাশিয়ায় ২৯ লাখ ৯২ হাজার ৭০৬ জন, ফ্রান্সে ২৪ লাখ ৮৪ হাজার ৮৭৫ জন, যুক্তরাজ্যে ২১ লাখ ৮৮ হাজার ৫৯১ জন, ইতালিতে ২০ লাখ ৯ হাজার ৩১৭ জন, স্পেনে ১৮ লাখ ৫৪ হাজার ৯৫১ জন, জার্মানিতে ১৬ লাখ ১২ হাজার ৬৪৮ জন, আর্জেন্টিনায় ১৫ লাখ ৬৩ হাজার ৮৬৫ জন, কলম্বিয়ায় ১৫ লাখ ৪৪ হাজার ৮২৬ জন এবং মেক্সিকোতে ১৩ লাখ ৫০ হাজার ৭৯ জন।