চীনে গত ডিসেম্বরের শেষের দিকে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ২৩০০ টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
বৈশ্বিক এই মহামারিতে আক্রান্তের হার দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে কমপক্ষে ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৫৫৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৭ লাখ ১২ হাজার ৩১৫ জনে দাঁড়িয়েছে।
বিশ্বের মোট করোনা আক্রান্তের ৪০ শতাংশ ঘটেছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। কোভিড-১৯-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দু’টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে ৪৮ লাখ ৭০ হাজার ৩৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে ও ১ লাখ ৫৯ হাজার ৮৬৪ জন প্রাণ হারিয়েছে এবং ব্রাজিলে ২৯ লাখ ১২ হাজার ২১২ জন আক্রান্ত ও ৯৮ হাজার ৪৯৩ জন মারা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যের বরাত দিয়ে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান করোনা ভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।