করোনাভাইরাসে বিশ্বব্যাপী সোমবার পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে এবং মোট মারা গেছেন ১৩ লাখ ১৬ হাজার ৫০২ জন।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৪৩ লাখ ২৬ হাজার ২১১ জন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত দুই লাখ ৪৬ হাজার ২০৬ জন মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা রবিবার এক কোটি ১০ লাখের মাইলফলক অতিক্রম করেছে।
যুক্তরাষ্ট্র এক কোটি কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা অতিক্রম করে ৮ নভেম্বর। দেশটিতে গত ১১ দিন ধরে টানা প্রতিদিন এক লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, সাত দিনে নতুন আক্রান্তের গড় সংখ্যা রবিবার এক লাখ ৪৫ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে নতুন ১০ লাখ রোগী যুক্ত হয়েছে। আর রবিবার পর্যন্ত দৈনিক গড় মৃত্যু ৮২০ জন। দুই সপ্তাহের মধ্যে এটি বেড়েছে ৩৩ শতাংশ।
ব্রাজিলে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা রবিবার এক লাখ ৬৫ হাজার ৭৯৮ জনে উন্নীত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯২১ জন মারা যাওয়ার তথ্য দিয়েছে।
লাতিন আমেরিকার দেশটিতে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩০৭ জন। যার ফলে দেশজুড়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৬৩ হাজার ৯৩ জনে।
রোগীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আজ সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ৮৮ লাখ ১৪ হাজার ৫৭৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ২৯ হাজার ৬৩৫ জন, যা বিশ্বের মাঝে তৃতীয় সর্বোচ্চ।
চতুর্থ সর্বোচ্চ ৯৮ হাজার ২৫৯ রোগী মারা গেছেন মেক্সিকোতে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগী ১০ লাখ তিন হাজার ২৫৩ জন, যা বিশ্বে ১১তম সর্বোচ্চ।
মৃত্যের দিক দিয়ে পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে এ সংখ্যাটি দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৫৮ জনে। সেখানে বিশ্বের সপ্তম সর্বোচ্চ ১৩ লাখ ৪৭ হাজার ৯২২ রোগী এ পর্যন্ত শনাক্ত হয়েছে।